ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে এক বিস্ময়কর ঘটনা। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং থেকে হঠাৎই উধাও হয়ে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত সপ্তাহেই যেখানে রোহিত ছিলেন দ্বিতীয় এবং কোহলি ছিলেন চতুর্থ স্থানে, আজ প্রকাশিত তালিকায় তাদের নাম নেই শীর্ষ ১০০-তেও।
এমন অদ্ভুত ঘটনায় বিভ্রান্ত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন জল্পনা–কল্পনা। কেউ বলছেন এটি প্রযুক্তিগত ত্রুটি, কেউ আবার ধরে নিচ্ছেন এটি আইসিসির ভুল। তবে অনেকে প্রশ্ন তুলেছেন—এ কি তবে অবসরের ইঙ্গিত?
রোহিত ও কোহলি দুজনেই এখনও সক্রিয় ওয়ানডে ক্রিকেটার। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তাঁরা খেলেছিলেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে, যেখানে ভারতের এক দশকের খরা ভেঙে ওঠে শিরোপা উৎসব। ফাইনালে রোহিতের ম্যাচ জেতানো ইনিংস এবং গ্রুপপর্বে কোহলির ধারাবাহিক ব্যাটিং এখনো টাটকা ভক্তদের মনে।
কিন্তু এর মধ্যেই হঠাৎ র্যাঙ্কিং থেকে তাদের নাম মুছে যাওয়াটা একেবারেই অবিশ্বাস্য।
রোহিত–কোহলিকে বাদ দিয়ে প্রকাশিত এই তালিকায় বাবর আজম উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমন গিল, যিনি ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে আপাতত বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে #ViratKohli এবং #RohitSharma ট্রেন্ড করছে। সমর্থকদের একাংশ সরাসরি আইসিসিকে দায়ী করছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ফলে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে।
তবে ক্রিকেট মহলের ধারণা, এটি নিছকই একটি প্রযুক্তিগত ভুল, যা আগামী আপডেটে সংশোধন হয়ে যাবে। তবু ভক্তদের মনে প্রশ্ন রয়ে যাচ্ছে—আইসিসির এমন ভুলে কি কিংবদন্তি দুই ব্যাটারের অবসরের আলোচনাই আরও তীব্র হলো?
মন্তব্য করুন