বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পুত্রবধূ খালেদা, গর্ব মোদের আলাদা’ স্লোগানে ভাসছে বগুড়া-৭ আসন

খালেদা জিয়া। পুরোনো ছবি
খালেদা জিয়া। পুরোনো ছবি

বগুড়ার গাবতলীর পুত্রবধূ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর অঙ্গীকার করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে গাবতলীকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

ইতোমধ্যে এ আসনে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতারা খালেদা জিয়ার পক্ষে লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। নেতাকর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে নতুন স্লোগান ‘পুত্রবধূ খালেদা, গর্ব মোদের আলাদা।’

বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

আরও পড়ুন : বিএনপির সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী হয়ে যা বললেন ডা. প্রিয়াংকা

২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ আলী, ২০১৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু জয়লাভ করেন। এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের আমানউল্লাহ খান জয়ী হয়েছিলেন। তবে এরপর থেকে এ আসনে আওয়ামী লীগ আর জয় পায়নি। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে ডা. মোস্তফা আলম নান্নু সংসদ সদস্য নির্বাচিত হন।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ বলেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে নির্যাতিত ও মজলুম দেশনেত্রী। তাকে প্রার্থী ঘোষণা করায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আশা করছি বগুড়া-৭ আসনের জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি ও নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, রাষ্ট্র ও অঞ্চলের উন্নয়নের স্বার্থে আমরা বেগম জিয়াকে বিজয়ী করব, ইনশাআল্লাহ।

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, ‘স্থানীয় রাজনীতিতে মতপার্থক্য থাকলেও খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবে।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, ‘বেগম খালেদা জিয়াকে এ আসনে মনোনীত করায় আমরা বিএনপির হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ, এবারও আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাব।’

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পুত্রবধূ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদা পরী জয়া

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ 

আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা

সাপের খেলা দেখতে যাওয়া যুবকের চোখে বিষ ছুড়ে মারল গোখরা

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ : আমিনুল হক

রাজধানীর নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত আরও যানজটের শঙ্কা

পাত্র ৩ বার কবুল না বললে কি বিয়ে শুদ্ধ হয়?

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

নির্বাচনে জিতেই ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি

মাগুরার প্রবেশদ্বারে বিএনপি প্রার্থী মনোয়ার খানকে অভ্যর্থনা

১০

জকসু নির্বাচন পেছানোয় আপ বাংলাদেশের উদ্বেগ, পুনর্বিবেচনার দাবি

১১

তিস্তা ব্যারেজে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

১২

দারাজ ১১.১১ : বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’

১৩

সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৫

‘নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী’

১৬

যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ : সেনাসদর

১৭

আফগানিস্তানের কাছ বড় হার বাংলাদেশের

১৮

হাসিনার প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে : ডাকসু ভিপি

১৯

সরকারি অনুদান গ্রহণে ৭৮ লাখের বেশি উপকারভোগীর পছন্দ ‘নগদ’

২০
X