রাজশাহীর বাঘায় ৫০০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে অভিযান হয়। এতে ওসি (ডিবি) মো. আব্দুল হাই নেতৃত্ব দেন।
আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ফেনসিডিল বিক্রি করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে নিজ বাড়ির প্রবেশ ফটকের পাশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার নামে এর আগেও বাঘা থানায় আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় শহিদুল ইসলামের নামে আবারও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন