

গোপালগঞ্জে ৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে মীমাংসা করে দিয়েছেন স্থানীয় মাতবররা।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামে। শিশুটি ওই এলাকার দারুস সুন্নাহ মডেল একাডেমির প্লে শ্রেণির ছাত্রী।
শিশুটির বাবা অভিযোগ করেন, প্রতিদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায় তার মেয়ে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট থেকে আনতে ভাতিজা (২২) যায়। পথিমধ্যে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বিপ্লব মাতবর নামের এক ব্যক্তি সেখানে গেলে শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন ওই ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে পরদিন রোববার (৯ নভেম্বর) সালিশে বসেন স্থানীয় কয়েকজন মাতবর। তারা ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে কয়েকটি চড়-থাপ্পড় মারে এবং ভবিষ্যতে যেন এমন কাজ না করে তার জন্য শাসিয়ে দেন।
ভুক্তভোগীর বাবা বলেন, এ জঘন্য ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে রহমত ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটাবে। বাকিরাও উৎসাহ পাবে।
সালিশে অংশ নেওয়া মাতব্বর রেজাউল করিম ও হানিফ মুন্সি ধর্ষণ চেষ্টার বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন, ঘটনাটি নিজেদের মধ্যে ঘটেছে। তাই সালিশের মাধ্যমে অভিযুক্তকে শাষণ করা হয়েছে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন