

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচার শুরু করেছে দিনাজপুর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদজুমা বেগম জিয়ার বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, দিনাজপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আব্দুল হালিমসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতারা।
মন্তব্য করুন