

যশোরের মনিরামপুরে জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মুন্সিখানপুর এলাকায় খামারবাড়ি পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালবেলা।
লাইব্রেরির সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, লাইব্রেরির আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিয়ার রহমান খান, প্রেস ক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লাইব্রেরির সদস্য প্রভাষক দৌলত হোসেন খান, মহিবুল্লাহ।
শুভেচ্ছা বক্তব্যে লাইব্রেরির সম্পাদক জমিরুল ইসলাম বলেন, ব্যক্তি জীবনে আমি দুই সন্তানের বাবা। কিন্তু এই লাইব্রেরিটি আমার আরেকটি সন্তানের মতো। প্রতিদিন সকালে এর আঙিনা ঝাড়ু দিই নিজ হাতে। প্রতিটি বই নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করি। ডিজিটাল এ সময়ে কাগজের বই পড়তে অনেকের অনীহা দেখা যায়। তবে আমি এই বই পড়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, শিশুদের লাইব্রেরিমুখী করতে বছরের সবটা সময় চলে নানা কার্যক্রম। যখন লাইব্রেরিতে পাঠক আসে তখন মনে হয় এটি প্রাণ ফিরে পেয়েছে। আমি ব্যক্তি উদ্যোগে সাইকেলে চড়ে অনেক পাঠকের বাড়িতে বই বিতরণ করে আসি। যতদিন বেঁচে থাকব আমার এ কার্যক্রম চলমান থাকবে।
লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, মশিয়ার রহমান গাজী, সেলিম খান, তানভীর হাসান খান প্রমুখ।
সম্প্রতি, জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এ দিন বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কৃতিত্বের সনদপত্র ও শিক্ষামূলক বই তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন