বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

কুয়াকাটা সমুদ্র সৈকত ও সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা
কুয়াকাটা সমুদ্র সৈকত ও সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা

নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করে বরিশাল সিটি করপোরেশনের উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।

এতে এর সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেছেন, প্রায় চারশ কোটি টাকা দেনা পরিশোধ না করে কুয়াকাটায় বিলাসী প্রকল্প নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সমুদ্রতীরে রিসোর্ট করতে ১৭ কোটি টাকায় জমি কিনছে তারা। এরই মধ্যে ৭ দশমিক ৩২ শতাংশ জমি ক্রয়ে ৫ কোটি টাকার বায়নাচুক্তিও করেছে নগর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নীলু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে সিটি করপোরেশনের ৩৮৪ কোটি টাকা দেনা রয়েছে। এর মধ্যে ঠিকাদারি বিল বাবদ ৩০০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ পাবে ৬৪ কোটি টাকা এবং ২০ কোটি টাকা পাবে চাকরি থেকে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। বর্তমানে কর্মরতদের মধ্যেও বেতনবৈষম্য নিয়ে অসন্তোষ রয়েছে।

নীলু বলেন, বরিশাল সিটি করপোরেশন বিভিন্ন সমস্যায় নিমজ্জিত। এর মধ্যে অন্যতম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিবহন ব্যবস্থা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার ভঙ্গুর দশা। বর্জ্য অপসারণে নিযুক্ত কর্মচারীরা সম্পূর্ণ অনিরাপদ পরিবেশ- পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। তাদের জন্য কোনো নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা নেই, যা তাদের ও তাদের পরিবারকে ভীষণ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের এমন উচ্চাভিলাসী নাগরিক স্বার্থবিরোধী প্রকল্প বাতিল চেয়ে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করেন জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৭ নভেম্বর প্রকল্পের জন্য জমি ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আগামী ৬ মাসের জন্য এ কার্যক্রম স্থগিত রাখারও আদেশ দেন উচ্চ আদালত।

এ বিষয়ে বিসিসির সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান শাকিল কালবেলাকে বলেন, মাসিক সভায় রিসোর্ট করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দরপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ৩টি আবেদন জমা পড়ে। তার মধ্যে একটিতে ৮ একর এবং অন্য দুটিতে ৬ একর করে জমি রয়েছে। এরই মধ্যে জমি ক্রয়ের জন্য পাঁচ কোটি টাকা বায়না চুক্তি করা হয়েছে। তবে ঠিক কোন জমিটার ওপর বায়না চুক্তি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X