লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নাই-গুন্ডা র‍্যালি নাই : এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ একটা হেলমেট বাহিনী। তারা যখন ক্ষমতায় ছিল, হোন্ডার বহর নিয়ে চলছিল। হোন্ডার ভয়ে মানুষ ঘুমাতে পারেনি। এখন এক বিশেষ ইসলামিক দল হোন্ডা র‍্যালি দেয়, হোন্ডার আওয়াজ দেয়। হোন্ডার আওয়াজ মানুষ ১৭ বছর পছন্দ করেনি। যার কারণে আওয়ামী লীগ পালিয়ে গেছে। বিশেষ ইসলামিক দলটি যদি এ ধরনের র‍্যালির মধ্যে যায়, এ ধরনের আওয়াজে যায়, হোন্ডা-গুন্ডায় যায়, আবার তোমাদেরও তাদের মতো পালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নেই, গুন্ডা র‍্যালি নেই, হোন্ডার আওয়াজ নেই। মানুষের রাজনীতি, মানুষের আওয়াজ, জনগণের আওয়াজ, জনগণের র‍্যালি— এটা হলো বিএনপি।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এ্যানি বলেন, আমাদের সঙ্গে আন্দোলন করছে একটা বিশেষ ইসলামিক দল। আজ তারা ভোট চায়, আর বলে— ‘তারা নাকি আল্লাহর দল’। কিন্তু আল্লাহর কোনো রাজনৈতিক দল নেই। আল্লাহর দল তো সারা পৃথিবীর মানুষ।

এ্যানি বলেন, আজ তারা এমন কিছু কথা বলেন, যেটা অপব্যাখ্যা ও অপপ্রচার। বাড়িতে গিয়ে ওয়াদা করায়— ‘তাদের দল করলে নাকি বেহেশতে যাওয়া যাবে’। বেহেশতে যাইতে হলে ঈমান-আকিদা লাগে। পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রতি সন্তুষ্টি, আল্লাহর প্রশংসা করা, ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম এবং হজরত মোহাম্মদ (স.)-এর জীবনের আলোকে চলা। একজন মুমিনের প্রকৃত গুণ নামাজ পড়া, জাকাত দেওয়া, হজ্জ করা, ঈমান ঠিক রাখা, সৎকর্ম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যায়ের প্রতিবাদ করা, শান্তি প্রতিষ্ঠা করা।

বিএনপির এ নেতা বলেন, মা-বোনদের বলবো— আমরা সবাই ধানের শীষ নিয়ে আছি, ধানের শীষ নিয়ে থাকব। ধানের শীষের কোনো বিকল্প নেই।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। দুপুরে ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

১০

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

১১

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

১২

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

১৩

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

১৪

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

১৫

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

১৬

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

১৭

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

১৮

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

১৯

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০
X