বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বরিশাল বিভাগের মধ্যে মর্ঝাদাপূর্ণ বরিশালের ছয়টি আসন। যেখানে জামায়াত এবং ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আর একটি বাদে ৫টি ধানের শীষের মনোনয়নও চূড়ান্ত। সবার দৃষ্টি এখন ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা দেশের বর্তমান সময়ের আলোচিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিকে। ছয়টি আসনে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের প্রভাবশালী প্রার্থীদের বিপক্ষে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকবেন তা নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

এরই মধ্যে শাপলা কলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপির মনোনয়ন কিনেছেন ১১ জন। যাদের মধ্যে রয়েছেন- শিক্ষক, সাবেক সেনাকর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী এবং শিক্ষার্থী। তবে মনোনয়নপ্রত্যাশী বেশিরভাগ নেতাই স্ব-স্ব আসনের স্থায়ী বাসিন্দা নন। তাছাড়া তিনটি আসনে একক মনোনয়নপ্রত্যাশী। তারাই তিনটি আসনে এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে ধারণা দলের নেতাকর্মীদের।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালে প্রবেশদ্বার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে এনসিপির একমাত্র মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম নিপু। তিনি দলটির আগৈলঝাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী এবং পেশায় একজন ঠিকাদার ও বিএমএস মিশন নামের একটি এনজিও কর্মী।

আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাসিন্দা মাজহারুল ইসলাম নিপুকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা এনসিপি। এখন দলীয়ভাবে ঘোষণার অপেক্ষা।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে শাপলা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী দুজন। তারা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনসিপির ঢাকা পল্টন শাখার সদস্য অ্যাডভোকেট আলী আকবর তালুকদার। তিনি উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকায়। একই আসনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফ্রিল্যান্সার মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি এনসিপির বরিশাল মহানগর শাখার সদস্য সচিব পদপ্রত্যাশী এবং বানারীপাড়ার চাখার ইউনিয়নের বাসিন্দা।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনয়ন চাইছেন তিনজন। তারা মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোক্তার হোসেন। মুলাদী উপজেলার চর কালেখায় তার গ্রামের বাড়ি হলেও থাকেন ঢাকায়। বর্তমানে পাথর ব্যবসায়ী মোক্তার হোসেনের দলীয় পরিচয় নেই। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন- তাই এনসিপির মনোনয়ন চাইছেন বলে জানিয়েছেন।

একই আসনে মনোনয়ন চাইছেন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা তানজিল হোসেন। তিনি পেশায় একজন শিক্ষক। বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হলেও থাকেন গাজীপুরে। তাছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় যুব শক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব।

এছাড়া ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়ী মো. সাবিদ ইসলাম শান্ত ও মনোনয়ন চাইছেন বরিশাল-৩ আসনে। তার গ্রামের বাড়ি মুলাদী ও হিজলা উপজেলার সীমান্তবর্তী হিজলা উপজেলার চর পত্তণীভাঙা গ্রামে। তিনি এনসিপি বরিশাল জেলা কমিটির সদস্য।

অপরদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করেছেন এনসিপি’র বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু সাঈদ মুসা। তিনি পেশায় একজন শিক্ষক। মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের চর উদয়পুর গ্রামের সন্তান আবু সাঈদ মুসা স্থানীয় সন্তষপুর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ছাড়া আসনটিতে আর কেউ মনোনয়ন ফরম নেননি।

বরিশাল-৫ আসনে এনসিপির মনোনয়ন চাইছেন তিনজন। তারা হলেন- বরিশাল জিলা স্কুলের অবরপ্রাপ্ত শিক্ষক মো. মিজানুর রহমান খান। দলীয় কোনো পদপদবি নেই তার। এমনকি বসবাসও করেন ঢাকায়। শহরের বটতলা এলাকাও তার বাড়ি রয়েছে বলে দাবি করেছেন।

এছাড়া মনোনয়নপ্রত্যাশী হয়েছেন- সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নান শিকদার। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং এনসিপি বরিশাল জেলার যুগ্ম সমন্বয়ক। তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে। ইতোপূর্বে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন হান্নান শিকদার।

আসনটিতে মনোনয়ন চেয়েছেন রফিকুল ইসলাম কনক নামের একজন। জন্মসূত্রে তিনি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকা এবং রংপুরে শ্বশুরবাড়ি এলাকায়। ঢাকার ব্যবসায়ী কনক এনসিপির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও গণসংযোগ এবং তথ্য সংগ্রহ সেলের সদস্য।

এছাড়া জেলার বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে একমাত্র মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম প্রিন্স। এনসিপি বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী প্রিন্স বর্তমানে এলএলবি শিক্ষার্থী। এছাড়া নৌ এবং সড়কপথে ট্রান্সপোর্ট ব্যবসা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

নতুন যুদ্ধ কৌশল ‘হাইব্রিড যুদ্ধ’, এটা আসলে কী

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

১০

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

১১

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

১২

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

১৩

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

১৪

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

১৫

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১৬

জাল টাকার নোটসহ আটক ২

১৭

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৯

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

২০
X