শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আঁধারে শেষ ২০ বিঘা সবজি ক্ষেত

ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা

নরসিংদীর বেলাব উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ২০ বিঘা জমির সবজি ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় দেখা দিয়েছে চরম আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা। কৃষকেরা বলছেন, এটি পরিকল্পিত ও সংগঠিত নাশকতা।

জানা গেছে, গত ১৭ নভেম্বর থেকে প্রতি রাতে দুর্বৃত্তরা স্থানীয় কৃষকের জমিতে হামলা চালিয়ে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত নষ্ট করে আসছে। প্রথমদিকে অল্প ক্ষতি হলেও কয়েকদিনের ব্যবধানে হামলার পরিধি বাড়তে থাকে এবং তা ছড়িয়ে পড়ে কাশিমনগর ও চরছায়েট এলাকায়।

ক্ষতিগ্রস্ত জমিতে ছিল লাউ, কুমড়া, বরবটি, শিম, মরিচ, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজি। কৃষকেরা জানান—ঋণ ও ধার করে এই চাষাবাদ করেছিলেন তারা। বাজারে এসব সবজির দাম ভালো থাকায় লাভের আশা ছিল তাদের। কিন্তু এই হামলায় সব আশাই ভেঙে গেছে এক রাতেই।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- ফারুক মিয়া, মানিক মিয়া, শহিদুল্লাহ, আঙ্গুর মিয়া, সুরুজ মিয়া, ইমাম উদ্দিন, ওসমান মিয়া, নুরুল ইসলাম, আলতাব হোসেন, শাফির উদ্দিন, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, আব্দুল কাদের ভূইয়া, সোহরাব হোসেন, মহিউদ্দিন, সামসুল হক (মৃত), তোতা মিয়া, ইসমাইল হোসেন, রইছ উদ্দিন, সিরাজ উদ্দিন, বাদল সিরাজ উদ্দিন, মধু মিয়া, কাঞ্চন মিয়া, আব্দুর রহিম, জুয়েল মিয়া, আমির হোসেন, নুর মিয়া, রাশিদা বেগম, আফসার উদ্দিন, মোহাম্মদ আলী, মোতি মিয়া, ফরমান হোসেন, আব্দুল হাই, শাজাহান, কালা গাজী, কামাল মিয়া, কামাল হোসেন, আসাদ মিয়া, রাশিদ মিয়া, কালা মিয়া, গোলাপ মিয়া, আতর চাঁন, লিয়াকত আলী এবং মাঈন উদ্দিন। তারা সবাই নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর ও চরছায়েট এলাকার কৃষক।

কৃষক ফারুক মিয়া বলেন, এত কষ্ট করে চাষ করেছি, আর রাতে এসে সব ধ্বংস করে দিল। এখন বাচ্চাদের পড়াশোনা আর ঋণ শোধের চিন্তা মাথায় ঘুরছে।

কৃষক শাফির উদ্দিন বলেন, এটা শুধু ফসল নয় এটা আমাদের খাবার, আমাদের ভবিষ্যৎ, আমাদের বেঁচে থাকার স্বপ্ন। এখন রাতে পাহারা না দিলে কৃষিকাজ অসম্ভব।

বেলাব উপজেলা কৃষি অফিসার মুহিবুর রহমান সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ পর্যন্ত এই এলাকার কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা টাকার অঙ্কে হিসাব করলে প্রায় অর্ধ কোটি টাকার মতো হবে। আমরা স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি তাদেরকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

এ বিষয়ে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম বলেন, আমরা বিষয়টি সরজমিনে গিয়ে দেখেছি। এ এলাকার কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি কৃষকদের তাদের নিজস্ব জমি পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১০

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১১

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১২

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৩

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৪

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৫

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৭

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৮

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৯

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

২০
X