প্রেমের টানের গাজীপুরের কাপাসিয়ায় চলে এসেছেন মালয়েশিয়ার তরুণী এক তরুণী। রোববার ( ১৬ সেপ্টেম্বর) তারা আদালতের মাধ্যমে বিয়েও করেছেন। এ সময় তাদের বিয়েতে নগদ এক লাখ টাকা মোহরানা নির্ধারণ করা হয়েছে।
কাপাসিয়ার ওই যুবকের নাম মাহন বদুকসীর (৩০)। আর মালয়েশিয়া থেকে আসা তরুণীর নাম নূরুল আতিয়া (২২) । গত বুধবার ওই তরুণী গাজীপুরের কাপাসিয়ায় এসেছেন।
যুবকের পারিবারিক সূত্র জানিয়েছে, কাপাসিয়ার ঘাগাটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের অব্দুল মান্নান বদুকসীর ছেলে মাহন গত ১২ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাথে মালয়েশিয়ার এক তরুণীর পরিচয় হয়। এরপর তাদের সাক্ষাত ও বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হয়। এরপর গত আগস্টে স্থায়ীভাবে দেশে চলে আসেন মাহন। এ সময় তাদের মধ্যকার যোগাযোগ চলতে থাকে। এরপর আতিয়া তার বাবা-মায়ের সাথে আলোচনা করে মোহনের সাথে বিয়ের কথা জানান। মাহনও বিষয়টি তার পরিবারকে জানালে তারা কেউ আপত্তি করেননি। দুই পরিবারের সম্মতির ফলে গত বুধবার মালয়েশিয়ার ওই তরুণী কাপাসিয়ায় আসেন।
মাহন বদুকসী জানান, আতিয়া কয়েকদিন বাংলাদেশে কাটিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবেন। সেখানে কিছু জরুরি কাজ শেষ করে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে আসবেন।
মন্তব্য করুন