বগুড়া ব্যুরো ও শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী ও দুই সন্তান হত্যায় মামলা, প্রধান আসামি কারাগারে

শাহাদাত হোসেন কাজলকে কারাগারে পাঠানো হয়। ছবি : সংগৃহীত
শাহাদাত হোসেন কাজলকে কারাগারে পাঠানো হয়। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মা ও দুই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শাজাহানপুর থানায় মামলা করেছেন নিহতের মা রাবেয়া সুলতানা।

মামলায় নিহত সাদিয়ার স্বামী সেনাসদস্য শাহাদাত হোসেন কাজলকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেফাজতে থাকা সেনাসদস্য শাহাদাত হোসেন কাজলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় নিহত সাদিয়ার মা রাবেয়া সুলতানা অভিযোগ করেন, তিন বছর ধরে মেয়ের ওপর চরম নির্যাতন চালাচ্ছিল শাহাদাত। জমি বিক্রি করে টাকা আনা এবং মোটরসাইকেল কেনার জন্য ৩ লাখ টাকা দাবি করেন। এসব নিয়ে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার আগের দিন বিকেলেও শাহাদাত ফোন করে টাকা দাবি করেন এবং সাদিয়াকে মারধর করার কথা জানান।

এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৪ নভেম্বর সন্ধ্যা থেকে ২৫ নভেম্বর বেলা সাড়ে ১১টার মধ্যে যে কোনো সময় শাহাদাত ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে দুই শিশুর গলা কেটে এবং সাদিয়ার গলায় চাপ দিয়ে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়।

পরিবার ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত লাশ এবং বিছানার পাশে রক্তবিহীন একটি বঁটি দেখতে পায়, যা তাদের কাছে ‘পরিকল্পিত হত্যার আলামত’ বলে মনে হয়েছে।

অন্যদিকে শাহাদাতের মা দাবি করেন, সাদিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল। তাদের দাবি, সাদিয়া দুই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। তবে পরিবার এ বক্তব্য মানতে রাজি নয়।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা দরজা ভেঙে তিনজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, রাবেয়া সুলতানার দায়ের করা মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্বামী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছিল। মামলা দায়েরের পর সেনাসদস্যকে আসামি দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে আনা হবে। তখন জিজ্ঞাসাবাদে সবকিছু পরিষ্কার হবে।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খলিশাকান্দি গ্রামে নিজ ঘর থেকে সাদিয়ার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত এবং তার দুই শিশু সন্তান সাহিফা ও সাইদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই সেনাসদস্য স্বামী শাহাদাত হোসেন কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। সে ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ছিল, কয়েকদিন আগে ছুটি নিয়ে বাড়ি এসেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

১০

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

১১

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

১৩

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

১৪

বিএনপির এক উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা 

১৫

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

১৮

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

১৯

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

২০
X