

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা দাগনভূঞা পৌর এলাকার আলাইয়াপুর গ্রামে মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনা করে তিনি গণসংযোগে নামেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু শুক্রবার বিকেল ৩টায় দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে বৈরাগীর হাট বাজার, বিকেল ৪টায় রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সি বাজার বিকেল ৫টায় সিন্দুরপুর ইউনিয়নের দরবেশেরহাট বাজার, সন্ধ্যা ৬টায় রাজাপুর বাজার এবং সন্ধ্যা ৭টায় পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া বাজারে গণসংযোগ করবেন।
গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন