জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়। আনারুল ইসলাম সদর উপজেলার চকশ্যাম গ্রামের বাসিন্দা। রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের প্রধান সড়কে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে থেকে র্যাব সদস্যরা আনারুলকে আটক করেন। তার কাছে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করে।
জয়পুরহাট সদর থানা পুলিশ মামলাটি তদন্ত করে একমাত্র আসামি আনারুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার প্রক্রিয়া শেষে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. আব্বাস উদ্দীন চলতি বছরের গত ৭ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজার আদেশ দেন।
মন্তব্য করুন