জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিডিও ভাইরালকারী ‘কুলাঙ্গার’, নৌকায় ভোট চাওয়া ডিসি ‘ডায়নামিক’

জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। ছবি : সংগৃহীত
জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। ছবি : সংগৃহীত

জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে ‘ডায়নামিক’ এবং ভিডিও ভাইরালকারীকে ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করছেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে চেয়ারম্যানের বক্তব্যের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার মনটা খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহু দিন পর একজন ‘ডায়নামিক’ লোক পেয়েছিলাম। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) কল্যাণে তাকে পেয়েছিলাম। এক মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে তিনি (ডিসি) চলে যাচ্ছেন। জানি না, এ জামালপুরবাসীর মধ্যে কোনো ‘কুলাঙ্গার’ ছিলেন, যিনি একটি বক্তব্যকে ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ ভদ্র লোক যদি জামালপুরে তার মেয়াদ পূর্ণ করতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি, এ জামালপুরের ভঙ্গুর চেহারা বদলে দিতেন। প্রত্যেকটা দপ্তরে মানুষের সেবা সহজ থেকে সহজতর করে দিতেন। পরিবেশ যেটা, সেটা সুন্দর হতো।’

বক্তব্যের শেষে তিনি বলেন, ‘আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন। যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাকে ধরে রাখতে পারলাম না। এ জন্য আমার মন খারাপ। আসলে কথা বলার মতো আমার মানসিকতা নেই।’

রোববার বিকেলে ইসলামপুর উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের সামনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল কালবেলাকে বলেন, ‘আমি যা বলেছি, সেটাই আমার বক্তব্য। নতুন কোনো বক্তব্য নেই।’

১১ সেপ্টেম্বর বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনের বিশেষ অতিথির বক্তব্যে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বলেন, ‘আমাদের অনেক কষ্টে অর্জিত এ স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এ উন্নয়ন করেছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

এ ছাড়া ডিসি ইমরান আহমেদ স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে পরবর্তী সরকারের মন্ত্রী হিসেবে দেখতে চান বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

পরে ১৪ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ

গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল : আজাদ

আপনার মোবাইল ফোন সুরক্ষিত তো?

রাতেই ফারুকীর জটিল অস্ত্রোপচার হতে পারে

খাবার খেলেই ঢেঁকুর ওঠে, এই অভ্যাস ভালো না খারাপ?

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন : এ্যানি

চবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই চাকরি ছাড়লেন কর্মী

১০

কুয়েতে ভেজাল মদে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি গ্রেপ্তার

১১

ছাত্রশিবিরের ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে

১২

এআই-এর সহায়তায় দুই মাসে ১০ কেজি ওজন কমালেন তরুণী!

১৩

কনটেইনারবাহী গাড়িতে পালাচ্ছিলেন পুলিশ কোপানো মামলার প্রধান আসামি

১৪

মহাখালীর পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

১৫

মাছ ধরতে গিয়ে খালে মিলল ৬ গ্রেনেড

১৬

ভারতের সর্বনাশে বাংলাদেশের ‘পৌষ মাস’

১৭

বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে

১৮

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৭০০

১৯

দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে : তারেক রহমান

২০
X