

বাগেরহাটের রামপালের মইদাড়া নদীতে একটি যাত্রীবাহী জালিবোট উল্টে গেছে। এতে বোটের ৫২ যাত্রীর সবাই নদীর মধ্যে পড়ে যান। পড়ে যাওয়া যাত্রীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ ২০ জনকে উদ্ধার করেছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার যাত্রীদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সবাই বিপদমুক্ত আছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ফিরছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং গেটের ব্রিজের সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে বোটটি উল্টে যায়। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার খবর পেয়ে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যায়। কিছু লোক সাঁতার কেটে তীরে এলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি এবং মেডিকেল টিম তাদের উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়।
মন্তব্য করুন