রাঙ্গামাটির বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সারাদেশের যান চলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারি বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়।
জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে ভারি বর্ষণ শুরু হলে দিঘীনালা সাজেক সড়কের শুকনা ছড়া বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ে। পরে সকাল থেকে সড়কের মাটি সরনোর কাজ শুরু হয়। এরপর হালকা যান চলাচল স্বাভাবিক হয় এবং ভারী যান চলাচল বন্ধ থাকে। তবে সীমান্ত সড়কের পাথরবোঝাই ট্রাক ছাড়া অন্য কোনো ভারী যান এই সড়ক দিয়ে চলে না।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সাজেক ভারী বৃষ্টি হওয়ায় একটি স্থানে রাস্তার দুই পাশে পাহাড় ধসে পড়ে এতে সাজেকের সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ হয়ে যায় রাতে। মঙ্গলবার সকাল থেকে রাস্তার ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ভারী যান চলাচল বন্ধ রয়েছে। আশা করছি, পর্যটক চলাচলে সমস্যা হবে না।
মন্তব্য করুন