

ঢাকার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. রেজাউল করিম বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবনিযুক্ত ডিসি বলেন, বর্তমানে নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এটি হবে শতাব্দীর সেরা নির্বাচন। আমরা সবাই যদি আইনানুগ দায়িত্ব পালন করি, কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের প্রত্যেককে ইতিহাসের গর্বিত অংশীদার হতে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, সব ভোটকেন্দ্রকে দ্রুত সিসিটিভির আওতায় আনার জন্য তালিকা তৈরি করতে এবং যে কোনো পরিস্থিতি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্বাচনের আগেই জোরদার অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা-২ আসন কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন ও সাভারের ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের কেরানীগঞ্জ অংশে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৯৫৯ জন এবং ৯২১ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত। ঢাকা-৩ আসন কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৫৯ জন। ভোট দেওয়ার জন্য ৫২১ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছে।
তিনি আরও জানান, দায়িত্ব পালনে পর্যাপ্ত জনবলের তালিকা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে ২৪২ জনের স্থলে ২৮০ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ১ হাজার ৩৬৭ জনের স্থলে ১ হাজার ৩৯১ জন, পোলিং কর্মকর্তা হিসেবে ২ হাজার ৭৩৩ জনের স্থলে ২ হাজার ৯৪৫ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. রাকিবা হাসান জানান, ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ অংশের ৭৭টি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে সংস্কারের কথা থাকলেও বরাদ্দ এসেছে ৫২টি কেন্দ্রে। ঢাকা-৩ আসনে বরাদ্দ এসেছে ২৫টি কেন্দ্রের জন্য।
তিনি বলেন, বিদ্যালয়গুলোতে পরীক্ষা চলমান থাকায় আমরা ১১ ডিসেম্বরের পর সংস্কারকাজ শুরু করতে পারব।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত রাস্তায় দ্রুত সংস্কার করার তাগিদ দিলে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী রোডম্যাপ তৈরি হয়েছে। যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত, সেগুলো দ্রুত সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের আগেই কাজ শেষ করার লক্ষ্য আমাদের।
উপজেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে কর্মকর্তারা অনেক সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। আমরা নিরাপত্তার বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
সভায় সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওমর ফারুক বলেন, কেরানীগঞ্জে আসার আগে এলাকার পরিবেশ নিয়ে অনেক বিরূপ ধারণা ছিল। কিন্তু এখানে এসে কর্মকর্তাদের সহযোগিতা ও আন্তরিকতা দেখে ধারণা পাল্টে গেছে। এই টিমকে নিয়ে আমরা একটি উত্তম, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।
সভায় আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড কেরানীগঞ্জ মডেল জান্নাতুল মাওয়া ও এসিল্যান্ড কেরানীগঞ্জ দক্ষিণ আফতাব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোকাদ্দেস, সাব-রেজিস্ট্রার কেরানীগঞ্জ মডেল মিরাজ উদ্দিনসহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানরা।
মন্তব্য করুন