নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘তৈমুর বিশ্বাসঘাতক’

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। ছবি : সংগৃহীত

বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার একজন সুবিধাবাদী ও বিশ্বাসঘাতক উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, তৈমুর আলম খন্দকার বিএনপির সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে গত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলেন। সে সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এখন আবার তিনি নতুন করে বিএনপির আরেক বিশ্বাসঘাতক নাজমুল হুদার তৃণমূল বিএনপিতে যোগদান করছেন।

মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর ) তৈমুর আলম খন্দকার ‘তৃণমূল বিএনপি’তে যোগদান করছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আমি জানতে পেরেছি যে তৈমুর আলম খন্দকার নতুন করে আবারো আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার জন্যই তৃণমূল বিএনপিতে যোগদান করছেন। এ ছাড়া বিএনপির অনেক নেতাকর্মীদেরও এই দলে যোগদান করতে আহ্বান করেছেন।

তিনি আরও বলেন, তৈমুর আলমের মতো সুবিধাবাদী ও বিশ্বাসঘাতক বিএনপির মতো একটি জনপ্রিয় দলের প্রয়োজন নেই।

বিএনপি ক্ষমতাকালীন তিনি বিএনপি থেকে অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, তৈমুর আলমকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছিল। এরপর তাকে বিআরটিসির মতো গুরুত্বপূর্ণ জায়গার চেয়ারম্যান বানানো হয়েছিল। সেই সময় থেকে তিনি দল থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েও তিনি এখন দলের আন্দোলনমুখী সময়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এখন তিনি তৃণমূল বিএনপিতে যোগদান করছেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ব্যারিস্টার নাজমুল হুদা শাসকদলের প্রধান শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে তৃণমূল বিএনপি গঠন করেছিলেন। বাংলাদেশের জনগণ ভালো করে জানে এই তৃণমূল-বিএনপি বর্তমান শাসক শেখ হাসিনার গদিকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এই মুহূর্তে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকা করে যারা ‘তৃণমূল বিএনপি’তে যোগ দিয়ে আগামী দিনে বাংলাদেশে নীলনকশা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের বাংলাদেশে রাজনীতির অঙ্গনে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে।’

আজাদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আস্থাশীল। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় পরিচালিত। তারেক রহমান আমাদের নেতা। তারুণ্যের অহংকার তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেও আমরা আস্থাশীল।

তিনি আরও বলেন, তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ‘আমার ভোট আমি দিবো’ এই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। শেখ হাসিনার পদত্যাগ দাবি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ।

বিএনপির এই নেতা বলেন, জেল-জুলুম নির্যাতন করে আমাদেরকে দেশনায়ক তারেক রহমানের আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও সংগ্রাম থেকে বিরত রাখা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১০

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১১

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১২

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৩

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৪

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৫

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৬

বাস উল্টে নিহত ২

১৭

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৮

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৯

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

২০
X