

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন নিজের পোস্টার অপসারণ করছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) মতলব উত্তর উপজেলায় দেয়ালে টানানো নিজের পোস্টার নিজেই অপসারণ করেন তিনি।
ড. মো. জালাল উদ্দিন বলেন, আমি এবং আমার দল বিএনপি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আলোকসজ্জাসহ সব ধরনের প্রচারসামগ্রী বন্ধ করারও নির্দেশ রয়েছে। এসব অপসারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীদেরই পালন করতে হবে। আমি নিজ দায়িত্বেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব প্রচারসামগ্রী অপসারণ করছি। নির্দিষ্ট সময়ের পূর্বেই সমস্ত প্রচারসামগ্রী অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, যেহেতু এটি রাষ্ট্রের আইন এবং নতুনভাবে নির্বাচনের আয়োজন হচ্ছে, তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে ফেলছি। আমার নির্বাচনী এলাকা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার যেসব এলাকায় আমাদের পোস্টার টানানো হয়েছে, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে সেগুলো নামিয়ে ফেলা হচ্ছে।
জালাল উদ্দিন আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই অপসারণ করছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে অনুষ্ঠিত হয় এ প্রত্যাশা করছি।
এর আগে ১০ ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ৪৮ ঘণ্টার মধ্যে সকল ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের নির্দেশনা দেয়।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষে তপশিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদের তপশিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
মন্তব্য করুন