শরীয়তপুরের জাজিরা থানার মূলনা ইউনিয়নের দুই পক্ষের মারামারির ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মূলনা ইউনিয়নের আলী আকবর বেপারীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের (১২তম ব্যাচের) শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদুল ইসলাম জানান, গত ১৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জাজিরা থানার মূলনা ইউনিয়নের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আমি আমার বিশ্ববিদ্যালয়ে ছিলাম। কিন্তু আমাকে মিথ্যা মামলায় আসামি দেওয়া হয়। সামাজিক প্রতিহিংসামূলকভাবে আমাকে হেনস্তা করার জন্য মামলা দেওয়া হয়েছে। আমার ক্যারিয়ারে যাতে খারাপ কিছু ঘটে সেই জন্য এই মামলা দেয় আমাকে। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভির ফুটেজ এবং প্রমাণ রয়েছে যে, আমি ঘটনার দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলাম। আমি যেন প্রতিহিংসার শিকার না হই সেই জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
স্থানীয় কয়েকজন বলেন, জাহিদুল ইসলাম কখনো এলাকার দাঙ্গা ফ্যাসাদে যুক্ত না। ঘটনার সময় উনি উপস্থিতও ছিলেন না। এভাবে তাকে মামলায় জড়ানো উচিত হয়নি। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, মামলায় আসামি যেহেতু হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আসামি যদি ঢাকায় থাকার পরেও মামলার আসামি হন তাহলে যা যা প্রমাণাদি রয়েছে সেগুলো আদালতে পেশ করতে বলুন।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, আমি এসপির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আমাদের শিক্ষার্থী ওই ঘটনার দিন ক্যাম্পাসেই ছিল, সেটার প্রমাণ আছে। আমাদের শিক্ষার্থী যাতে ভোগান্তির শিকার না হয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন