মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে জাতীয় পতাকা বিক্রিতে ভাটা, মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত

মহান বিজয় দিবস সামনে রেখে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে জাতীয় পতাকা বিক্রেতাদের হাঁকডাক। ছবি : কালবেলা
মহান বিজয় দিবস সামনে রেখে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে জাতীয় পতাকা বিক্রেতাদের হাঁকডাক। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস সামনে রেখে প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে জাতীয় পতাকা বিক্রেতাদের হাঁকডাক। ডিসেম্বরের শুরু থেকেই সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লা, অলি-গলি ঘুরে ফেরি করে পতাকা বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে অন্য বছরের তুলনায় এবার বিক্রি আশানুরূপ না হওয়ায় হতাশায় পড়েছেন এসব ব্যবসায়ী। অনেকেরই আশঙ্কা, গাড়িভাড়া, থাকা-খাওয়ার খরচ উঠবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা।

সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বড় লাঠি বা পাইপের সঙ্গে ঝুলিয়ে আকারভেদে জাতীয় পতাকা বিক্রি করছেন বিক্রেতারা। ছোট কাগজের পতাকা থেকে শুরু করে বিভিন্ন মাপের কাপড়ের পতাকা বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকায়। পাশাপাশি বিজয় দিবস লেখা মাথার বেল্ট, কপালে বাঁধার ফিতা ও অন্যান্য সামগ্রীও বিক্রি করছেন তারা।

তবে এবার জাতীয় পতাকার পাশাপাশি অনেক বিক্রেতার কাছে বিএনপি ও জামায়াতের দলীয় পতাকাও দেখা গেছে। বিক্রেতাদের ভাষ্য, জাতীয় পতাকার তুলনায় দলীয় পতাকার চাহিদা তুলনামূলক বেশি।

নগরীর মনছুরাবাদ এলাকার খুদে ব্যবসায়ী মো. জাকির হোসেন। সারা বছর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে আচারের ব্যবসা করেন। গত এক দশক ধরে বিজয় দিবসের আগে কয়েক দিন বাড়তি আয়ের আশায় পতাকা বিক্রি করেন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে দেওয়ানহাট মোড় পতাকা ফেরি করার সময় তিনি কালবেলাকে বলেন, ‘গত ১০ বছর ধরে বিজয়ের মাস এলে সপ্তাহখানেক পতাকার ব্যবসা করি। এবার আমার সঙ্গে আরও ১০-১২ জন যুক্ত হয়েছে। ভোর ৬টায় বের হই, রাত ১২টায় ফিরি। এই পুরো দিনে এক হাজার টাকার পতাকাও বিক্রি হয় না। গত বছর দিনে ১৭শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতো। এবার বিক্রি একেবারে এক তৃতীয়াংশে নেমে এসেছে।’

তবে বিক্রি কমলেও বিজয়ের মাসে স্বাধীন সার্বভৌম দেশের পতাকা ফেরি করছেন, এটাই তার কাছে গর্বের বিষয় বলে জানান তিনি।

বিক্রি কমে যাওয়ার কারণ জানতে চাইলে মো. জাকির বলেন, নির্বাচিত সরকার না থাকায় মানুষের মধ্যে উৎসবের আমেজ কম। এটা কারণ হতে পারে।

নগরীর চৌমুহনী এলাকায় কথা হয় গোপালগঞ্জ থেকে আসা মো. সজিবের সঙ্গে। বাড়িতে টুকটাক কাজ করে সংসার চালালেও বাড়তি রোজগারের আশায় এবারই প্রথম চট্টগ্রামে পতাকা বিক্রি করতে এসেছেন তিনি। বেচাবিক্রির অবস্থা জানতে চাইলে লাজুক হাসি দিয়ে বলেন, ‘অবস্থা এত খারাপ যে আয়ের পরিমাণ বলতেও লজ্জা লাগে। শনিবার (১৩ ডিসেম্বর) সারাদিনে মাত্র ৩০ টাকার পতাকা বিক্রি হয়েছে। আজও একই অবস্থা।’

সজিব জানান, তার গ্রামের অনেকেই প্রতি বছর বিজয় দিবসের আগে চট্টগ্রামে এসে ভালো ব্যবসা করেন, এমনটা শুনেই তিনি এবার প্রথম চট্টগ্রামে আসেন। চারজন মিলে পাহাড়তলী এলাকায় একটি মেসে থাকছেন।

তিনি বলেন, ‘১১ ডিসেম্বর থেকে ফেরি শুরু করেছি। সকাল ৭টায় বের হয়ে সন্ধ্যা ৬টায় ফিরি। যেখানে থাকি, সেখানকার বোর্ডিং ভাড়াই ১৫০ টাকা। লাভ তো দূরের কথা, থাকার খরচই উঠছে না।’

নগরীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় কথা হয় মো. সোহেলের সঙ্গে। হালিশহরের ফইল্ল্যাতলী বাজার এলাকায় তিনি ডেকোরেশনের কাজ করেন। গত সাত বছর ধরে বিভিন্ন জাতীয় দিবসে বাড়তি আয়ের আশায় পতাকা বিক্রি করেন। তিনি বলেন, ‘এবার বেচাবিক্রি একেবারেই নেই। মাথায় হাত পড়ে গেছে।’

পাহাড়তলী এলাকায় কথা হয় নারায়ণগঞ্জ থেকে আসা মো. ওমর ফারুকের সঙ্গে। এক যুগের বেশি সময় ধরে এই মৌসুমি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। এ বছর নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে ৪০ জন চট্টগ্রামে এসেছেন। তিনি বলেন, ‘আগে ভালো লাভ নিয়ে বাড়ি ফিরতাম। এবার গাড়িভাড়া আর থাকা-খরচ উঠবে কি না, সেটাই বড় দুশ্চিন্তা।’

লালখান বাজার এলাকায় সড়ক বিভাজকের পাশে জাতীয় স্মৃতিসৌধের আকৃতিতে পতাকা সাজিয়ে বিক্রি করছিলেন সত্তরোর্ধ মো. আবুল কালাম। সাত বছর ধরে বিজয়ের মাসে পতাকা বিক্রি করেন তিনি। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে বের হয়েছি। এখন পর্যন্ত চায়ের টাকাও ঠিকমতো ওঠেনি। তবে বিজয় দিবসের দিন হয়তো কিছুটা বিক্রি বাড়বে, এই আশাতেই বসে আছি।’

বিজয়ের মাসে লাল-সবুজের পতাকার বিক্রি কমে যাওয়ায় এভাবে দুশ্চিন্তায় পড়েছেন চট্টগ্রামের অসংখ্য মৌসুমি ব্যবসায়ী। এখন তাদের একমাত্র ভরসা মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

হান্নান মাসউদ আহত

পেঁয়াজ ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ 

ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি

রাজধানীতে আজ কোথায় কী

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

১১

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

১৩

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

১৪

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

১৫

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

১৬

দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের

১৭

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

১৮

তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক

১৯

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

২০
X