শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ফাঁকা গুলি ছুড়ে ত্রাস, সিসিটিভির ফুটেজে শনাক্ত

ঘটনাস্থল পরিদর্শনে যৌথবাহিনীর সদস্যরা ও সিসি টিভির ফুটেজ। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল পরিদর্শনে যৌথবাহিনীর সদস্যরা ও সিসি টিভির ফুটেজ। ছবি : সংগৃহীত

বরিশাল নগরীতে গভীর রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার ব্যক্তি পিস্তল উঁচিয়ে আকাশের দিতে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্য পর্যালোচনা করে এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা।

মাদকের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে গত বুধবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের রিফিউজি (খালেদাবাদ) কলোনিতে এ ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনায় একপক্ষ থানায় লিখিত অভিযোগও দিয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

সিসি ক্যামেরার ২৮ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ‘লাঠি হাতে কয়েকজন যুবক রিফিউজি কলোনিতে দাঁড়িয়ে আছে। এ সময় দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার ব্যক্তি রুবেল নামে একজনের নাম উল্লেখ করে তাকে খোঁজাখুঁজি এবং গালাগাল করে। একপর্যায় সামনের মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে ফাঁকা গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তখন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা যে যার মতো ছোটাছুটি শুরু করে।’

খোঁজ নিয়ে জানা গেছে, রিফিউজি কলোনির বাসিন্দা আলতাফ শরীফের ছেলে রুবেল শরীফ ওরফে ‘নাককাটা’ রুবেল নামে এক ব্যক্তি রয়েছেন, যিনি গত বিএনপি সরকারের আমলে কলোনিতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিলেন তিনি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।

তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফের এলাকায় ফিরে প্রতিপক্ষ কসাই ছালামের ছেলে রকির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরই মধ্যে চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলাও করে প্রতিপক্ষ। সবশেষে গত বুধবার রাতে দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ (রিফিউজি) কলোনির বাসিন্দা মো. মোফাজ্জেল কাজীর ছেলে সুজন কাজী বাদী হয়ে রুবেল ওরফে নাককাটা রুবেলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। ওই রাতেই রিফিউজি কলোনিতে রুবেল নামে কারও নাম নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার কালবেলাকে বলেন, বুধবার রাতে গুলিবর্ষণের একটি সিসিটিভির ফুটেজ আমরা পেয়েছি। বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আমরা শনাক্ত করেছি। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে নিরাপত্তার স্বার্থে ওসমান হাদির পরিবারকে কথা না বলার নির্দেশ

ওসমান হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

ওসমান হাদির মরদেহ দেশে ফিরবে যখন

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের প্রতিক্রিয়া

হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গভীর শোক

হাদির মৃত্যুতে যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

ভোট নিয়ে টকশোতে পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

১০

‘হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে’

১১

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের আনন্দ র‍্যালি

১২

ওসমান হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

মান্নার ঋণ পুনঃতপশিলে অসহযোগিতা / বগুড়ার ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে স্ট্যান্ড রিলিজ

১৪

শাহবাগ মোড় অবরোধ

১৫

ওসমান হাদির মৃত্যুর পর যা বললেন হাসনাত আব্দুল্লাহ 

১৬

জাহাজভাঙা ইয়ার্ডে নিরাপত্তা ঝুঁকি / ছয় মাসে ৩২ দুর্ঘটনা, প্রাণ গেছে ৩ জনের

১৭

সাংবাদিককে গুলি করে হত্যা

১৮

রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৯

আসিফ মাহমুদ / ‘শহীদী আত্মদান মুক্তির সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে’

২০
X