

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ মনোনয়নপত্র সংগ্রহের সময় আবু তালেবের সাথে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এবং তার রাজনৈতিক আবেগের জায়গা। দেশনেত্রী সবসময় এ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আসছেন। এবারও দলীয় নির্দেশনা মোতাবেক তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি এই আসনে বেগম খালেদা জিয়া আবারও রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন।’
উল্লেখ্য, ফেনী-১ আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের এই খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
মন্তব্য করুন