

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ যোহর বাউবির গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠানে বাউবির ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, জেল-জুলুম ও অসীম ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য দেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। নানা নির্যাতন, ব্যক্তিগত শোক ও মৃত্যুঝুঁকি সত্ত্বেও তিনি কখনো দেশ ত্যাগ করেননি বা নীতির সঙ্গে আপোষ করেননি। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য সারা দেশের বিভিন্ন ধর্মের মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। সরকারও তার চিকিৎসায় বিশেষ মনোযোগ দিচ্ছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নয়, বরং ১৮ কোটি মানুষের নেত্রী। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আবার দেশের সেবা করার সুযোগ পান এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি নিজ চোখে দেখতে পারেন।
বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ দোয়া মাহফিলে শরিক হন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাউবির কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম।
মন্তব্য করুন