চট্টগ্রাম থেকে প্রাণী বিনিময়ের আওতায় একজোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে এক জোড়া জলহস্তী পেতে যাচ্ছে চট্টগাম চিড়িয়াখানা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে ঢাকা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। পুরুষ জলহস্তীর বয়স ১২ বছর। আগামী সপ্তাহ নাগাদ আরেকটি জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হবে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ পৌঁছে দেওয়া হয়েছে রংপুর চিড়িয়াখানায়।
জানা গেছে, একটি প্রাপ্তবয়স্ক জলহস্তীর ওজন গড়ে ১ হাজার ৫০০ কেজি হয়ে থাকে। এ প্রাণীর খাবার ঘাস-পাতা ও বিভিন্ন ধরনের ফলমূল। জীবনকাল ৩০ থেকে ৪০ বছর।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ শুভ হোসেন জানিয়েছেন, প্রাণী বিনিময়ের মধ্যে দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো জলহস্তী সংযোজিত হয়েছে। আগে যেখানে কুমির রাখা হতো সেখানে জলহস্তীর বাসস্থান করা হয়েছে। আর কুমিরের খাঁচা তৈরি করা হয়েছে চিড়িয়াখানার পশ্চিম পাশে লেকের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে।
মন্তব্য করুন