

গোপালগঞ্জ কাশিয়ানীর এক ইউপি সদস্য তার ওয়ার্ডের শতাধিক কর্মী সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিএনপি প্রার্থী সেলিমুজ্জামানের বাড়িতে ইউপি সদস্য কামরুল ইসলাম ও তার শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন।
এ সময় ইউপি সদস্য কামরুল ইসলামের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
কামরুল বলেন, আমরা সেলিমুজ্জামান সেলিম ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। আর আমরা কারও হয়রানির শিকার হয়নি। আমরা সেলিমুজ্জামানের নির্বাচনী প্রচারে স্বেচ্ছায় এসেছি। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ।
মন্তব্য করুন