

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাইবাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দাখিলকৃত মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্রে সমর্থনকারী ও প্রস্তাবকারীর জায়গায় নিজ স্বাক্ষর থাকায় এবং নির্বাচন বিধিমালায় নির্ধারিত শর্ত পূরণ না করায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিলের খবরে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান আজাদী বলেন, স্বাক্ষরজনিত সমস্যা হয়েছে। ইনশাআল্লাহ আপিল পরবর্তী সব ঠিক হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী আপিল করার সুযোগ পাবেন।
মন্তব্য করুন