

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাটখিল উপজেলা পরিষদ গেট সংলগ্ন ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভী হোসেন (৪৫) উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিজভী মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার পথে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা পরিষদের গেটের পাশের সড়কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান।
চাটখিল থানার উপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন