হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

চর দখলের চেষ্টা

চরের সরকারি খাস জায়গা দখলের চেষ্টাকালে অভিযান চালিয়েছে প্রশাসন। ছবি : কালবেলা
চরের সরকারি খাস জায়গা দখলের চেষ্টাকালে অভিযান চালিয়েছে প্রশাসন। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরের সরকারি খাস জায়গা দখলের চেষ্টাকালে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম এবং চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভূমিহীন সংগঠনের ব্যানারে একটি চক্র কিছু মানুষকে ওই এলাকায় নিয়ে আসে। তারা টাকার বিনিময়ে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে সকাল থেকেই জায়গা পরিমাপ ও স্লিপ বিতরণের কার্যক্রম শুরু করে। বন বিভাগ প্রথমে বাধা দিলেও দখলকারীরা তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তী সময় বন বিভাগের অনুরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা দিগ্‌বিদিক ছুটে পালিয়ে যায়। তবে এ সময় দুজনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে ‘হাতিয়া নদীভাঙা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠন নির্দিষ্ট অর্থের বিনিময়ে মানুষকে সদস্যভুক্ত করে আসছিল। আজ তালিকাভুক্ত সদস্যদের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করা হলে প্রশাসনের অভিযান চালানো হয়।

স্থানীয় পল্লি চিকিৎসক ফাহাদুল ইসলাম পাবেল বলেন, রহমতবাজার পর্যটন এলাকার পাশে এই চরটি দখল করার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছিল। প্রশাসন যদি আজকে অভিযান না করত তাহলে জাগলার চরের মতো এখানেও হতাহতের ঘটনা ঘটতো।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, পর্যটনকেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে ইউএনওর সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, এটি সরকারি খাস জমি, যা এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। কিছু লোক জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কেউ অবৈধভাবে দখল ও বাণিজ্যের চেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

১০

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

১১

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

১২

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

১৩

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

১৪

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১৬

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১৭

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১৮

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

২০
X