ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সাংবাদিককে পিটিয়ে জখম

আহত সাংবাদিক সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত
আহত সাংবাদিক সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত

বেসরকারি টিভি ‘চ্যানেল টোয়েন্টিফোর’-এর ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

সাদ্দাম হোসেন শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার সংলগ্ন মহেশপুর গ্রামের জামাল উদ্দীন বিশ্বাসের ছেলে। পরে হামলাকারীরা তার বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করে। আহত সাদ্দাম হোসেনকে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক সাদ্দাম হোসেনের পিতা জামাল উদ্দীন বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার ছেলে ঝিনাইদহ শহর থেকে গ্রামের বাড়িতে আসছিল। সাদ্দাম শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে এলাকার বখাটে বিপ্লব হোসেন ও তার চাচা ফিরোজ তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর তার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা । সাংবাদিক সাদ্দাম হোসেন জানান, ২০২২ সালে তার একটি ফেসবুক পোস্টে বিরুপ মন্তব্য করেন গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন নামের এক বখাটে। এ নিয়ে তিনি ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেন নামে এক ব্যক্তিকে শনাক্ত করে ধরে নিয়ে আসে। তখন সে নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা পায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন বখাটে বিপ্লব। থানায় জিডি করা ও পুলিশ তাকে আটক করার কারণে অপমানিত বোধ করেন বিপ্লব। সেই রেশ ধরে বৃহস্পতিবার রাতে সাদ্দামের ওপর হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা গণমাধ্যমকে জানান, বিপ্লব ও তার চাচা ফিরোজ আমাদের দলের সমর্থক। সাংবাদিক সাদ্দামকে কেউ মারেনি। সে পড়ে গিয়ে আহত হয়েছে। বিপ্লব ও সাদ্দামের বাড়ি একই এলাকায় এবং তারা পরস্পর বন্ধু। ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তারের কারণ থেকে তাদের মধ্যে বিরোধ বলে যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা দাবি করেন। তা ছাড়া সাদ্দামের বাড়িতে কোনো হামলার ঘটনাও ঘটেনি। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, কিন্তু তার আগেই সাদ্দামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাদ্দামের ওপর ন্যক্কারজক হামলায় ফুসে উঠেছে সাংবাদিক সমাজ। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান জেলার সিনিয়র সাংবাদিকরা। হাসপাতালে তারা চিকিৎসার খোঁজখবর নেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসান। এ ছাড়া জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ইউনিট ও মিডিয়া হাউসের নেতৃবৃন্দ সাংবাদিক সাদ্দাম হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ : চসিক মেয়র

আখাউড়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বিবিসির বিশ্লেষণ / তুরস্ক কেন প্রকাশ্যে ভারতের বিরোধিতা করে পাকিস্তানকে সাহায্য করেছে?

সমাজে ভারসাম্যের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই : নূরুল ইসলাম বুলবুল 

ইউনাইটেড হাসপাতালের ৩০ কোটি টাকা কর বকেয়া : ডিএনসিসি প্রশাসক

চট্টগ্রামে কার্ডিওলজি বিশেষজ্ঞদের মিলনমেলা

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির আনন্দ মিছিল

পুলিশকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ফের অটোরিকশার দাপট চট্টগ্রামে

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাল খেলাফত মজলিস

স্থানীয় সরকারকে সংসদীয় ব্যবস্থার আদলে সাজানোর পরামর্শ সংস্কার কমিশন প্রধানের

১০

দেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হবে না : আমীর খসরু

১১

রাজনীতিবিদদের এখন সংস্কার নিয়ে আগ্রহ নেই : সংস্কার কমিশনের প্রধান

১২

গোসলের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

১৩

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের খোঁজ নিলেন তারেক রহমান 

১৪

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এলো বাকৃবি শিক্ষার্থীরা

১৫

এতিমদের খাওয়ালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

১৬

নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর প্রতি ডিআইজি মল্লিকের কড়া হুঁশিয়ারি

১৭

আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

১৮

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে আ.লীগের প্রচারণার বিষয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

১৯

যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ

২০
X