সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সাংবাদিককে পিটিয়ে জখম

আহত সাংবাদিক সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত
আহত সাংবাদিক সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত

বেসরকারি টিভি ‘চ্যানেল টোয়েন্টিফোর’-এর ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

সাদ্দাম হোসেন শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার সংলগ্ন মহেশপুর গ্রামের জামাল উদ্দীন বিশ্বাসের ছেলে। পরে হামলাকারীরা তার বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করে। আহত সাদ্দাম হোসেনকে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক সাদ্দাম হোসেনের পিতা জামাল উদ্দীন বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার ছেলে ঝিনাইদহ শহর থেকে গ্রামের বাড়িতে আসছিল। সাদ্দাম শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে এলাকার বখাটে বিপ্লব হোসেন ও তার চাচা ফিরোজ তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর তার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা । সাংবাদিক সাদ্দাম হোসেন জানান, ২০২২ সালে তার একটি ফেসবুক পোস্টে বিরুপ মন্তব্য করেন গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন নামের এক বখাটে। এ নিয়ে তিনি ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেন নামে এক ব্যক্তিকে শনাক্ত করে ধরে নিয়ে আসে। তখন সে নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা পায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন বখাটে বিপ্লব। থানায় জিডি করা ও পুলিশ তাকে আটক করার কারণে অপমানিত বোধ করেন বিপ্লব। সেই রেশ ধরে বৃহস্পতিবার রাতে সাদ্দামের ওপর হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা গণমাধ্যমকে জানান, বিপ্লব ও তার চাচা ফিরোজ আমাদের দলের সমর্থক। সাংবাদিক সাদ্দামকে কেউ মারেনি। সে পড়ে গিয়ে আহত হয়েছে। বিপ্লব ও সাদ্দামের বাড়ি একই এলাকায় এবং তারা পরস্পর বন্ধু। ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তারের কারণ থেকে তাদের মধ্যে বিরোধ বলে যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা দাবি করেন। তা ছাড়া সাদ্দামের বাড়িতে কোনো হামলার ঘটনাও ঘটেনি। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, কিন্তু তার আগেই সাদ্দামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাদ্দামের ওপর ন্যক্কারজক হামলায় ফুসে উঠেছে সাংবাদিক সমাজ। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান জেলার সিনিয়র সাংবাদিকরা। হাসপাতালে তারা চিকিৎসার খোঁজখবর নেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসান। এ ছাড়া জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ইউনিট ও মিডিয়া হাউসের নেতৃবৃন্দ সাংবাদিক সাদ্দাম হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১০

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১১

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১২

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৩

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৪

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৬

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৮

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৯

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

২০
X