ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেন। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেন। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৪৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও ট্রাক্টরচালক মো. রিয়াদকে (২৮) আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাদের দুজনকে উপজেলার কারামতিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়।

জানা গেছে, ইমাম হোসেন উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে এক কিশোরী থানায় হাজির হয়ে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী এলাকার বাসিন্দা ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালক রিয়াদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করে। এর কয়েকদিন আগেও ওই কিশোরী স্থানীয়দের কাছে আরেক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিল। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন ও থানার ওসি মো. ইমাম হাসানসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালক রিয়াদকে আটক করে থানায় নিয়ে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরীর এক আত্মীয় বলেন, ওই কিশোরীকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালক রিয়াদ বাড়িতে ঢেকে এনে একাধিকবার ধর্ষণ করেছে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইমাম হোসেন সরকার দলীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা হওয়ায় তাকে বাদ দিয়ে ট্রাক্টরচালক রিয়াদ ও অন্য একজনকে ফাঁসাতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। ইমামকে মামলা থেকে রক্ষা করতে দলীয় নেতাকর্মীরাও কিশোরীর পরিবারকে চাপ দিচ্ছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ইমাম হোসেন নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার হয়। তাহলে তাকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন বলেন, ইমাম হোসেন নামে এক ব্যক্তি ও তার ট্রাক্টরচালক রিয়াদের বিরুদ্ধে থানায় এক কিশোরী ধর্ষণের মৌখিক অভিযোগ করেন। ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তিনি সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালককে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগে পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

১০

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

১১

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

১২

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১৩

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

১৪

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

১৫

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

১৬

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

১৭

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

১৮

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

১৯

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

২০
X