ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে বিয়ের দাওয়াত খেয়ে অর্ধশতাধিক অসুস্থ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে শিশুসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, পাবনা জেনারেল হাসপাতালে ৮ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন। এ ছাড়াও বাকি অসুস্থরা বিভিন্ন ক্লিনিক ও নিজ বাড়িতে চিকিৎসাধীন।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পেট ব্যথা, বমি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন ভর্তি রয়েছেন। এরা সবাই বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছে বলে জানান। আবার অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে সুমি খাতুনের (২২) সঙ্গে একই ইউনিয়নের রূপপুর গ্রামের জিয়াউদ্দিন আফরের ছেলে মাসুদ রানার (২৯) বিয়ে হয়। বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথি ১২০ জন ও বরযাত্রী ৩০ জনসহ দেড় শতাধিক মানুষ দুপুরে খাওয়া-দাওয়া করেন। শুক্রবার রাতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আবার অনেকেই শনিবার দুপুর ও রাতে অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দিয়াড় বাঘইল গ্রামের ওবায়দুল মল্লিকের ছেলে সজিব মল্লিক (২৩) জানান, আমি ও আমার মাসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা দাওয়াত খাওয়ার পর অসুস্থ অনুভব করি। এরপর বমি, মাথাব্যথা, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। বর্তমানে আমি ও আমার মা হাসপাতালে ভর্তি আছি। আমাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

দিয়াড় বাঘইল গ্রামের কাকন হোসেন বলেন, শুক্রবার দাওয়াত খাওয়ার পর গত শনিবার বিকেল পর্যন্ত আমি অসুস্থ ছিলাম। এখন আমি মোটামুটি সুস্থ। কিন্তু আমার মা খুবই অসুস্থ। সে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি। আমাদের এলাকার আরও কয়েকজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।

রূপপুর গ্রামের রুবেল হোসেন বলেন, আমার চাচাতো শ্যালকের বিয়েতে আমি বরযাত্রী গিয়েছিলাম। সেখানে খাওয়ার পর শনিবার থেকে হঠাৎ পেটের ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তামান্না আশরাফী বলেন, দিয়াড় বাঘইল ও রূপপুর গ্রামের অনেকেই পেটের ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেকেই চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দাওয়াত বাড়িতে খাবার খেয়ে নাকি অন্য কোনো কারণে অসুস্থ হয়েছে তা বোঝা যাচ্ছে না। দাওয়াত খাওয়ার বিষয়টি অনেকেই বলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সড়কে পড়ে ছিল মার্সিডিজ, উদ্ধার করল পুলিশ

ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা ট্রাম্পের

প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

১০

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

১১

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

১২

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১৪

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১৫

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৬

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৭

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৮

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৯

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

২০
X