চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
একই সঙ্গে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঘোষিত বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ, আলাওল সরকারি কলেজ ছাত্রলীগ ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কমিটি ঘোষণার ১৮ ঘণ্টার মধ্যে বাঁশখালী ও সাতকানিয়ার এসব শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করায় নানা গুঞ্জন চলছে সংগঠনের নেতাকর্মীদের মাঝে। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর দক্ষিণ জেলা ছাত্রলীগের এই কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি এসএম বোরহান উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তের বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করেছেন তা আমার জানা নেই।
মন্তব্য করুন