ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ধর্ষণ মামলায় আ.লীগ নেত্রীর ছেলে আটক

ধর্ষণের মামলায় অভিযুক্ত ওয়ালিদ হোসেন। ছবি : সংগৃহীত
ধর্ষণের মামলায় অভিযুক্ত ওয়ালিদ হোসেন। ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ওয়ালিদ হোসেন (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) সকালে প্রাইভেট পড়ে ফেরার সময় অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ালিদকে অভিযুক্ত করে থানায় মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।

অভিযুক্ত ওয়ালিদ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের নারী নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য গুলশাহানারা লিপির ও মৃত আফসার চেয়ারম্যানের একমাত্র ছেলে। তার বাড়ি উপজেলার পাথরঘাটা গ্রামে।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ভাঙ্গুড়া থানাধীন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সকাল ৮টার দিকে উপজেলার পাথরঘাটা গ্রামের একজন গণিত শিক্ষকের নিকট প্রাইভেট পড়ার জন্য যান। প্রাইভেট পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি আসার পথে পাথরঘাটা বিশিপাড়া বটতলা মোড়ে পৌঁছালে অভিযুক্ত ওয়ালিদ (১৭) ওই ছাত্রীকে অপহরণ করে তার বসতবাড়িতে নিয়ে ধর্ষণ করে।

তবে ওই ছাত্রীকে নিয়ে ওয়ালিদের বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে গ্রামের কয়েকজন ব্যক্তি ছাত্রীর পিতাকে মোবাইল ফোনে ঘটনা জানালে তিনি দ্রুত আসামির বাড়িতে উপস্থিত হন। এরপর বাড়ির আশপাশের কয়েকজনকে ডেকে নিয়ে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করলে একটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেয়। পরে ভাঙ্গুড়া থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে ওয়ালিদ দরজা খুলে দেয়। পরে পুলিশ ওয়ালিদকে আটক করে তার শয়ন কক্ষে গিয়ে ভিকটিমের অচেতন দেহ মেঝেতে পরে থাকতে দেখে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু ভিকটিমের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ভিকটিমের পিতার ফোনে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

এক ও দুই কয়েন নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচন কমিশনের ‘দায়িত্বহীনতার’ জবাব দেওয়া উচিত : ছাত্রদলের ভিপি প্রার্থী

রিপনের মা-বাবাকে নিয়ে যা বললেন অভিনেত্রী চমক

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

১০

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

১১

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

১২

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

১৪

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

১৫

বিশ্ব সোরিয়াসিস দিবসে সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবরে সেমিনার

১৬

পাকিস্তান-আফগানিস্তান / ভোরে রক্তক্ষয়ী সংঘর্ষ, সন্ধ্যায় অস্থায়ী যুদ্ধবিরতি

১৭

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : নীরব

১৮

অ্যাকশন সিনেমা নিয়ে ফিরছেন মাহি

১৯

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

২০
X