নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফার (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় চকনাজিপুরের জামতলায় এ ঘটনা ঘটে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায় গোলাম মোস্তফা তার শশুর বাড়ি ইসলামপুর থেকে মোটরসাইকেল চালিয়ে নবীনগরের নিজ বাড়িতে ফিরছিলেন। চকনাজিপুরের জামতলায় পৌঁছলে একটি গরু বহনকারী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন