ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে চলছে বিএনপির রোডমার্চ। এ রোডমার্চকে ঘিরে ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড রোদ আর অসহনীয় গরমে এ যানজটে রীতিমতো ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকায় আয়োজিত সমাবেশে মিছিল ও গাড়ি বহর নিয়ে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল ৯টা ৪৩ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রোডমার্চের আনুষ্ঠানিকতা। একে একে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি উদ্বোধন ঘোষণা করার পর বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় রোডমার্চ।
রোডমার্চটি ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় আসলে সেখানে আয়োজিত আরও একটি সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এতে ময়মনসিংহ নগরীর বাইপাস থেকে ত্রিশালের বৈলর এলাকা পর্যন্ত চার লেন মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তি পড়তে হয় সাধারণ যাত্রীদের। পরিস্থিতি বেগতিক দেখে অনেককে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যের দিকে এগিয়ে যেতে দেখা গেছে। এরপর নগরীর চায়না মোড় এলাকায় ও ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাবেশ করলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার এলাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি কিশোরগঞ্জ বাইপাসে গিয়ে শেষ হবে। ১১৪ কিলোমিটার এ রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মন্তব্য করুন