গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানকে হেনস্তা এবং তার কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে (৪৮) প্রধান আসামি করে ১৫ জনের নামে মামলাটি করা হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন মো. জাকির (৪৭), আকরাম হোসেন (৪৮), সিদ্দিকুর রহমান (৪৩), মো. কাজল (৩৪), মো. কামাল হোসেন ফরাজী, মো. হেকিম, ফয়সাল ফকির (৪৫), মো. কালাম, জাহাঙ্গীর মেম্বার, রুবেল পালোয়ান (৩২), মনির (৩৮), জাহিদুল (২৮), সিরাজ (৪৫)।
এর আগে শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে যানবাহন পার্কিংয়ে নিষেধ করায় হামলার ঘটনা ঘটে। এ সময় নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করা হয়। এতে আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক রুবেল হোসেন, বিআরডিবি অফিসের কর্মচারী লিটন আহমেদ, প্রকৌশলী অফিসের কর্মচারী রাসেল মিয়াসহ চারজন। এ সময় ইউএনও লাঞ্ছিত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর শনিবার রাতে আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
মন্তব্য করুন