কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ এএম
অনলাইন সংস্করণ
পাবনায় গোলাগুলি

অবরোধের হুঁশিয়ারি দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

আধিপত্য বিস্তার নিয়ে পাবনা শহরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলিতে ৮ জন গুলিবিদ্ধ হওয়ার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ প্রদর্শন এবং মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

রোববার (১ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা শহরস্থ জেলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় ঘুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। হামলাকারীরা চিহ্নিত, তবুও কাউকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করা হবে।’

এদিকে এ ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) পর্যন্ত মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেফতারও সম্ভব হয়নি বলে জানিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম। তিনি জানান, ভুক্তভোগীদের পরিবারকে সন্ধ্যায় থানায় ডাকা হয়েছিল। এখনও তারা আসেনি। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই পুলিশি অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাবনা বাস টার্মিনালের মাসুম বাজারের সামনে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগকর্মী মিলন, শান্ত, আকাশ, আরাফাত, সজীব, তানজিদ, রঞ্জু ও রাফি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সম্প্রতি পাবনা মহিলা কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান এবং পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পাশাপাশি অফিস হওয়ায় রাত ১০টার দিকে মেহেদী গ্রুপের লোকজন সিফাতের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে মেহেদী গ্রুপের ৮ জন গুলিবিদ্ধ হোন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘সিফাতের লোকজন মেহেদীর লোকজনের ওপর হামলা করেছে। তাদের মধ্যে আগে থেকেই ঝামেলা চলছিল। আমরা বারবার গিয়ে সমাধান করলেও কয়েক দিন পর আবারও তারা ঝামেলায় জড়ায়।

তবে আগে হামলার বিষয়টি অস্বীকার করেছেন পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত। তিনি বলেন, ‘আমি আমার অফিসের মানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলাম। এ সময় হঠাৎ ২০-৩০ জন লোক নিয়ে মেহেদী আমার ওপর হামলা করে গুলি করে। এতে আমি কোনো মতে প্রাণে রক্ষা পেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

মাছ চুরির মামলায় ছাত্রলীগ-যুবলীগের ২ সহোদর গ্রেপ্তার

রেললাইন সংস্কারে কলাগাছ ও বালুর বস্তা

বিসিবির নজরদারিতে নোয়াখালীর কোচ

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বছরের শুরুর দিনে বাকৃবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

হঠাৎ হৃদ্‌যন্ত্রের জটিলতা, তিন ঘণ্টার লড়াইয়ের পর বাঁচলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

চট্টগ্রামে হঠাৎ ৩ থানার ওসি রদবদল 

আবারও কমলো স্বর্ণের দাম

১০

বিশ্বকাপে শাহীন আফ্রিদিকে পাওয়া নিয়ে শঙ্কায় পাকিস্তান

১১

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জানাজা কখন

১২

থেমে গেল রোনালদোর টানা ১৪ বছরের ‘হ্যাটট্রিক’ সাম্রাজ্য

১৩

রেকর্ড, অবিশ্বাস আর বিস্ময়ের বছর—২০২৫ ক্রিকেটে পরিসংখ্যানের ঝড়

১৪

সবার সহযোগিতায় বাঁচাতে চান মুয়াজ্জিন মাহাবুব

১৫

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

১৭

কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

১৮

ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব

১৯

কবরে খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া কি শরিয়তসম্মত?

২০
X