সাতক্ষীরায় আলোচিত তৃতীয় শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে অপহরণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মো. আব্দুল আলিম আল রাজি এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আশরাফুল ইসলাম (২৮) তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর বিকেলে আশরাফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে সদর উপজেলার কুচপুকুর এলাকার তৃতীয় শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে (৯) কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর থেকে রিয়াদের পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই বছরের ১৩ ডিসেম্বর সকালে সদর উপজেলার মাধবকাটী বলাডাঙা মাঠের পাশ থেকে রিয়াদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মো. জিয়াউর রহমান ডাবলু বাদী হয়ে ওইদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন। আশরাফুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকেই প্রধান আসামি আশরাফুল ইসলাম পলাতক ছিলেন।
মামলার বাদী মো. জিয়াউর রহমান জানান, ‘সদর উপজেলার কুচপুকুর গ্রামে আমি স্থায়ীভাবে বসবাস করি। ২০১৩ সালে আশরাফুল ইসলাম নামের ওই ব্যক্তি তার মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিলেও আমরা সেই প্রস্তাব ফিরিয়ে দেই। বিষয়টি নিয়ে তার সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মো. আব্দুল আলিম আল রাজি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত মূল আসামি আশরাফুল ইসলাম পলাতক ছিলেন। এজন্য তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাদীপক্ষের অভিযোগ ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর দীর্ঘ তদন্ত শেষে আশরাফুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন