নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:১৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ আইনে মামলা

নেত্রকোনা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নেত্রকোনা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নাশকতার চেষ্টা ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে ১০১ জন আসামির নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সোমবার বিকেলে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, ১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় আমাদের কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় ওই এলাকায় বিএনপির ৬-৭শ লোক উপস্থিত হয়ে নাশকতার চেষ্টা চালায় এবং একপর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে তাপস ও তানভীর নামে আমাদের দুই পুলিশ কর্মকর্তা (এসআই) আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল, ভাঙা কাছসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে বলেও জানান ওসি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, পুলিশের দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো, ১ অক্টোবর ছিল আমাদের কেন্দ্র ঘোষিত ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিতে আমাদের দলীয় নেতাকর্মীরা সান্দিকোনা দিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের বাধা প্রদান করে। তবে বাধা দিয়ে এবং মামলা-হামলা করে আমাদের আর দমিয়ে রাখা যাবে না। আমরা রাজপথে আছি, থাকব এবং আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন থেকে সরব না ইনশাআল্লাহ।

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, রোববার ছিল আমাদের রোডমার্চ কর্মসূচি। এতে যোগ দিতে আমাদের উপজেলার কয়েকটি ইউনিয়নের নেতাকর্মীরা পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার পুরুড়া দিয়ে যান এবং অন্য ইউনিয়নগুলোর নেতাকর্মীরা সান্দিকোনা দিয়ে রোডমার্চে যোগ দিতে যান। পুলিশ যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এ রকম কোনো ঘটনাই ঘটেনি।

ঘটনার নিন্দা জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের বাধা দেওয়া ও হয়রানির জন্যই এ মামলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে ৫ সদস্যের কমিটি

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

১০

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

১১

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

১২

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

১৩

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

১৪

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১৫

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

১৬

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৭

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১৮

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১৯

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X