কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কবি রাধাপদ রায়ের ওপর হামলায় আটক ৩

হাসপাতালে চিকিৎসাধীন পল্লীকবি রাধাপদ রায়। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন পল্লীকবি রাধাপদ রায়। ছবি : কালবেলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় তিনজন আটক হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কবির নিজ গ্রামে এ ঘটনা ঘটে। পল্লীকবি রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা গ্রামের বাসিন্দা।

ওইদিন চিকিৎসার জন্য তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে শ্রী জুগল রায় পরদিন রোববার অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। গত ৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি এখন মোটামুটি সুস্থ। চলাফেরা করছেন অনেকটা স্বাভাবিকভাবেই।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের বেডে থেকে তিনি বলেন, আমি সাধুসঙ্গ করি, কীর্তন-গান বাজনা করে জীবিকা নির্বাহ করি। গান, কীর্তন কিংবা সাধুসঙ্গের জন্য পূর্বে কখনো আমাকে কেউ কটু কথা বলেনি বা খারাপ ব্যবহার করেনি। মূলত ৭ মাস পূর্বে আমার ছেলের সঙ্গে অভিযুক্তের বাগবিতণ্ডা হয়। সেই রেশ ধরে আমাকে শনিবার বাঁশ দিয়ে মারধর করে।

তিনি আরও বলেন, প্রকৃত সত্য হলো আমি বাউল সাধক বা কবি বলে আমাকে মারধর করেছে এমনটা নয়। অভিযুক্ত কদুর রহমান আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল ৭ মাস আগে। আমি এটার প্রতিবাদ করায় ৭ মাস পর আমার ওপর হামলা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

কবির ছেলে জুগল রায় বলেন, আমার বড় ভাইয়ের কাছে মো. মিলন নামের এক রাজমিস্ত্রি টাকা পেত। গত মার্চ মাসে সে টাকা চাইতে আসলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় কদুর রহমান উপযাচিত হয়ে তাদের মাঝখানে আসে সমাধানের চেষ্টা করতে। আমার বাবা তখন তাকে বলেন আমাদের বিষয় আমরা দেখব তোকে মাতব্বরি করতে হবে না। এরপর বিষয়টি সেখানে সমাধান হবার পর কদুর রহমান আমার মাকে নিয়ে অশ্লীল গালি দেন। তখন বাবা এর বিরোধিতা করেন। মূলত এর রেশ ধরে ৭ মাস পর বাবার ওপর হামলা করে।

কবির মেঝ মেয়ে শান্তনা রানী বলেন, আমার বাবা গ্রামে গান-বাজনা করে। এটা নিয়ে কারও সঙ্গে কখনো ঝগড়া বিবাদ হয়নি। সবাই তাকে ভালোবাসে। কিন্তু বাবাকে ৭ মাস আগের ঘটনার জন্য যেভাবে মারল আমি এর সঠিক বিচার চাই।

প্রতিবেশী ভদ্র মোহন রায় বলেন, কবি রাধাপদ খুবই ভালো মানুষ। গান-বাজনা নিয়ে কখনো তাকে কারও সঙ্গে বিবাদ করতে দেখিনি। পূর্বের লেনদেনের বিষয়টা নিয়ে তাকে মারধর করা হয়েছে। আমরা এর বিচার চাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী নুর আমিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে একই এলাকায় বসবাস করছি। কখনো কবির সঙ্গে ঝগড়াবিবাদ হয়নি। শনিবার সকালে কবি কাঁকড়া ধরতে আসেন। রফিকুল তার দাড়ি ধরে ধাক্কা দেন। তিনি পড়ে যান শামুকের ওপর। তার পিঠের যে আঘাত সেটি শামুক থেকে। তাকে বাঁশ দিয়ে মারধর করেনি।

এজাহার সূত্রে জানা গেছে, ৭ মাস আগের পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে পথরোধ করে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চারণকবি রাধাপদ রায়ের ওপর আক্রমণ চালায় মো. রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলী দুই ছেলে।

এদিকে ঘটনার ৪ দিন পার হলেও পুলিশ মূল দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও কদুর রহমানের স্ত্রী মোছা. জামিলা খাতুন, শ্যালক সাগর মিয়া ও শ্বশুর জহুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার রাতে আটক করে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সোমবার রাতে ২নং আসামির স্ত্রী, শ্যালক ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত দুজনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্দির পরিদর্শন করলেন ছাত্রদল নেতা ডা. জনি

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : মান্নান

স্বেচ্ছাসেবা বদলে দিতে পারে জনপদ ও জনজীবন দৃশ্যপট

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

এক মুঠো চালের আশায় ক্লান্ত মানুষের রাতভর অপেক্ষা

শারদীয় দুর্গা উৎসবে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের হেল্প ডেস্ক

চট্টগ্রামে শুরু হলো ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস

নাটোরে মন্দির পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

রংপুরে আরও দুজনের অ্যানথ্রাক্স শনাক্ত

সাবেক এমপি নয়নের বাড়িতে ফের আগুন ও লুটপাট

১০

মির্জাপুরে ৩ উপদেষ্টার পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

১১

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মারধর, এলাকাবাসী বলছে বেত্রাঘাতের ক্ষোভ

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা

১৩

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 

১৪

হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস বাংলাদেশের : মাহফুজ আলম

১৫

শিশুদের ‘যৌন নির্যাতন’, মাদ্রাসা বন্ধ করলেন ইউএনও

১৬

‘কথা ছিল ক্যাম্পাসে থাকার, কিন্তু প্রকৃতি এখানে এনে দাঁড় করিয়েছে’

১৭

বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গঠন করবে : আজাদ

১৮

বিসিবি নির্বাচন নিয়ে ‍মুখ খুললেন ইশরাক

১৯

গুপ্তচরাবৃত্তির অভিযোগে দুই ফিলিস্তিনি শিশুকে আটক করল ইসরায়েল

২০
X