ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে চাচা সোহেল মন্ডল ও ভাতিজা রাজিব মন্ডল মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় এ বজ্রপাতে চাচা-ভাতিজির মৃত্যু হয়। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের সতেরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
লংগাইর ইউনিয় পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সকালে ভারি বর্ষণের সময় ওই গ্রামের রাজ্জাক মন্ডলের ছেলে সোহেল মন্ডল (৪০) ও আকবর আলী মন্ডলের ছেলে রাজিব মন্ডল (৩৫) তাদের মৎস্য খামারে বাঁধ দেওয়ার কাজ করছিল। মাছের খামারটি পানিতে তলিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে এক সঙ্গে তাদের দুজনের মৃত্যু হয়।
লংগাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, ‘বজ্রপাতে একসঙ্গে চাচা ভাতিজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
মন্তব্য করুন