কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা অংশে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যানবাহনের ধীর গতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আওয়ামী লীগের বিবাদমান দু’গ্রুপের নেতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ কালবেলা অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টা থেকে চৌদ্দগ্রাম বাজার এলাকাসহ বেশ কয়েকটি স্থানে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মী। এ সময় তাদের হাতে লাঠিসোটা ও রামদা-ছেনি দেখা যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে মহাসড়কের ওপর নেতাকর্মীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া চৌদ্দগ্রাম বিসিক গেট এলাকায় একটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফলে চৌদ্দগ্রাম বাজার এলাকায় উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ থাকতে দেখা গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

দলের নেতাকর্মী ও স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও জামায়াত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলের ডাক দেয় সাবেক রেলমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের বিরোধী আওয়ামী লীগের একটি গ্রুপ।

গত এক সপ্তাহ আগে এ কর্মসূচি ঘোষণা করা গ্রুপের নেতৃত্বে আছেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদারসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এক পর্যায়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন মুজিবুল হকের অনুসারীরা। এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম বলেন, অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় আমার ওপর হামলা চালিয়েছে তারা। আমরা এক সপ্তাহ আগে কর্মসূচি ঘোষণা করেছি, আমাদের প্রতিহত করতে তারা এই পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। আমি মনে করি, তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ঘটনা ঘটিয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, আমাদের নেতাকর্মীর ধাওয়ায় চৌদ্দগ্রাম বাজার থেকে তারা পালিয়ে গেছে। তারাই পথে পথে অস্ত্রের মহড়া দিয়ে আমাদের কর্মসূচিকে বানচালের চক্রান্ত করেছে।

এ প্রসঙ্গে জানতে মুজিবুল হকের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লা বাবুলকে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তিনি সাংবাদিকদের বলেন, তারা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে এ ধরনের কর্মকাণ্ড করছে। চৌদ্দগ্রামের মানুষ তাদের প্রতিহত করেছে। চৌদ্দগ্রামে মুজিবুল হকের বিকল্প নেই।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ কাজ করছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি সত্ত্বেও আলেপ্পোতে টানটান পরিস্থিতি

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

সিলেট পৌঁছালেন তারেক রহমান

ন্যান্সির কণ্ঠে গান ‘নেতা আসছে’

বাংলাদেশের আকাশসীমায় ঢুকে তারেক রহমানের স্ট্যাটাস 

দেশের আকাশ সীমানায় ঢুকল তারেক রহমানকে বহনকারী বিমান

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

১০

অভিযানে ৪০ লাখ লিটার তেল জব্দ

১১

পুলিশের ২ গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, অতঃপর...

১২

তীব্র শীতের মধ্যেও ৩০০ ফিটে বিএনপি নেতাকর্মীদের রাতযাপন

১৩

পোস্টাল ভোটের নিবন্ধনে সময় বাড়ল

১৪

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

১৫

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা কত

১৬

সদরঘাটে বিএনপি নেতাকর্মীর ঢল

১৭

রাস্তায় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশু

১৮

‘ভিশনারি নেতা’ এখন ‘দেশগঠনের প্ল্যানার’

১৯

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা

২০
X