গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি রতন মিয়া (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম। রতন মিয়া গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে।
জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, সকাল পৌনে ৮টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাজতি রতন। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, টঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিনি এ কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন