জামালপুরে বালুভর্তি ট্রাকের ধাক্কায় ডা. হাফিজুর রহমান (২৯) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে যাওয়ার পথে সদরের জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ডা. হাফিজুর রহমান সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বাসিন্দা। তিনি নান্দিনা স্বাস্থ্য উপকেন্দ্রে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়রামপুর বালুঘাট থেকে বালুভর্তি ট্রাক অতর্কিতভাবে রাস্তায় ওঠে এসে হাফিজুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান হাফিজুর।
ডা. হাফিজুরের এক স্বজন জানান, কৃষক পরিবারের সন্তান ডা. হাফিজ ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ মাস আগে নিয়োগ পান। দেড় বছর আগে তিনি পার্শ্ববর্তী হাসিল গ্রামের বিথিকে বিয়ে করেন।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, আমাদের এক সহকর্মী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। জেলা সদর হাসপাতালে তার মরদেহের পাশেই আছি।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে আছে। তবে চালক পলাতক রয়েছে।
মন্তব্য করুন