সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:১৫ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচন

সাতসকালেই কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি

শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে নারী ভোটারদের সারি। ছবি : কালবেলা
শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে নারী ভোটারদের সারি। ছবি : কালবেলা

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টায় সিটির ৩০টি ওয়ার্ডের ১৫৫টি ভোটকেন্দ্রে অনেকটা উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ শুরু হয়।

এদিকে ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোতে ৫ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আনসার ও পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি সদস্যরা নগরজুড়ে টহল দিচ্ছেন।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিটির ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ১ হাজার ৭৩০টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১ হাজার ১৫৩টি কক্ষে একযোগে সকাল ৮টায় এই ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন ৩ হাজার ৬১৪ কর্মকর্তা। ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা।

এদিকে রাজশাহীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাকের পার্টির এ কে এম আনোয়ার হোসেন ও জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন। এ ছাড়া ২৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ (২০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন) জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে ভোটার আছেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নতুন ৩০ হাজার ১৫৭ ভোটার এবার প্রথমবারের মতো এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলম নির্বাচন বর্জন করেছেন।

র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেছেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোর ৬টা থেকে সিটি নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবের অফিসার, ডিএসিসহ মোট ৩০০ র্যাব সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা এবং বোমা নিষ্ক্রিয়কারী হিসেবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। র্যাব-৫-এর ১৫টি মোবাইল ও স্ট্রাইকিং প্যাট্রল, স্ট্রাইকিং ফোর্স কমান্ডারসহ ১০টি জিপ, ২টি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ টিম, সাদা পোশাকে গোয়েন্দা দল, সুপার মোবাইল মোটরসাইকেল টিম এবং অ্যাম্বুলেন্স বিকেল ৪টা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। র্যাব সদরদপ্তরে স্পেশাল ফোর্স হেলিকপ্টারসহ যে কোনো পরিস্থিতিতে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য নির্বাচন সেল ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।’ রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। কেন্দ্রে কেন্দ্রেসহ সিটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৫৬০টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। তাই কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান উপহার দিতে নির্বাচন কমিশনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করছে।’

উল্লেখ্য, নির্বাচনে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। রাজশাহী সিটি নির্বাচনে প্রথমবারের মতো নতুন ৩০ হাজার ১৫৭ জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১০

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১১

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১২

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৩

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৪

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৫

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৬

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৭

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৮

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৯

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

২০
X