আন্তর্জাতিক ও দেশিয় নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের মূল শক্তি হলো জনগণ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি হুমকি দিচ্ছে ১৮ তারিখের আন্দোলনে চূড়ান্ত ঘোষণা দেবে তারা। দেশকে অচল করে দেবে। ঢাকা থেকে দেশকে বিচ্ছিন্ন করবে। চরমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করবে, সরকারের পদত্যাগ ছাড়া কোনো উপায় থাকবে না। সেই প্রেক্ষিতে আমাদের শক্তি হলো জনগণ। আন্তর্জাতিক এবং দেশিয় নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মূল শক্তি হলো জনগণ। জনগন সব সময় আমাদের সঙ্গে ছিল।’
তিন আরও বলেন, ‘আমি সমঝোতার কোনো সুযোগ দেখি না। দরজা খোলা। বিএনপি আসতে চাইলেই আসতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস এখনো সময় আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে।’ মন্ত্রি বলেন, ‘জনগণ আমাদের মূল শক্তি। জনগণকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি কোনো আন্তর্জাতিক, দেশিয় ষড়যন্ত্র কাজ করবে না।’
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামছুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, মানবসম্পদক সম্পাদক শামছুন নাহার চাপা, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম।
মন্তব্য করুন