কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

পান্না কায়সার স্মরণে শেরপুরে খেলাঘরের শোকসভা অনুষ্ঠিত 

শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তারা। ছবি : কালবেলা
শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তারা। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমৃত্যু কাজ করেছেন পান্না কায়সার। তিনি শিশু-কিশোরদের আলোর পথ দেখিয়েছেন। কীভাবে ভালো মানুষ, সুনাগরিক হতে হয় সেই শিক্ষা দিয়েছেন তিনি। স্বপ্ন দেখতেন, প্রতিটি শিশু হবে দেশপ্রেমিক ও মেধাবী। তারা সুস্থ ধারার সংস্কৃতি ও বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে নিজেদের বাংলাদেশ তথা বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরবে। সন্তানের অর্জনে গর্ববোধ করবেন দেশের সব অভিভাবক।

শহীদ জায়া ও জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের শোকসভায় অংশ নিয়ে বক্তারা এভাবেই তার কর্মজীবন ও স্বপ্নের কথা তুলে ধরেন।

গত শুক্রবার শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শোকসভার আয়োজন করে খেলাঘর শেরপুর জেলা কমিটি। সার্বিক সহযোগিতায় ছিল পাতাবাহার খেলাঘর আসর।

শোকসভায় বক্তারা বলেন, একজন মহীয়সী নারী ছিলেন শিক্ষাবিদ ও লেখক পান্না কায়সার। তাঁর অকাল মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে দেশের সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে সর্বোপরি একজন মানুষ গড়ার কারিগরকে আমরা হারিয়ে ফেলেছি। খেলাঘর আন্দোলনকে বেগমান করতে তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা।

অ্যাডভোকেট মো. ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে শোকসভায় অধ্যাপক পান্না কায়সারের সংগঠন ও কর্মময় জীবনের ওপর আলোচনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, খেলাঘর প্রেসিডিয়াম সদস্য আব্দুল হান্নান চৌধুরী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন মুন্না, অধ্যাপক শিব শংকর কারুয়া, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, উদীচী শেরপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান তপন, খেলাঘর শেরপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আজাহার আলী, সন্ধানী খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ, মো. আজাহারুল ইসলাম ফিরোজ, প্রভাষক দেবাশীষ দাস মিলন, প্রভাষক মলয় চাকী, মো. আবুল কালাম আজাদ প্রমুখ। সঞ্চালনা করেন খেলাঘর শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নন্দ সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিষদ সদস্য মো. মমিনুল ইসলাম, দীপক দাম, অ্যাডভোকেট শক্তিপদ পাল, আঙুর ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগ গ্রহণ ডাকসুর

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

১০

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

১১

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

১২

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

১৩

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

১৪

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

১৫

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

১৬

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

১৭

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

১৮

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

১৯

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

২০
X