তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে ওসির বাড়িতে অনশনরত নারীকে মারধর

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভুক্তভোগী নারী
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভুক্তভোগী নারী

পুলিশ পরিদর্শকের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে অনশনে বসা এক নারী উদ্যোক্তাকে (৩০) মারধরের অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মকর্তার স্বজনদের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের এ ঘটনা ঘটে। অনশন করা ওই নারী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাসিন্দা। তিনি একটি ডেইরি ফার্ম পরিচালনা করেন।

পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাত ১০টার দিকে ওই নারীকে পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর অভিযুক্ত মো. সেলিম রেজা (৪৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সাবেক পুলিশ পরিদর্শক (ওসি) এবং তাড়াশ উপজেলার বানিয়াবহু গ্রামের মৃত মান্নান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

অভিযুক্ত পুলিশ পরিদর্শক সেলিম রেজা চৌধুরীর বড় ভাই আব্দুল হাই চৌধুরী ওই নারীকে মারধর বা হেনস্তা করার কথা অস্বীকার করে বলেন, আমার ভাই (সেলিম রেজা) এ বাড়িতে থাকেন না। আর মেয়েটা এর আগেও একাধিক বিয়ে করার পাশাপাশি অনেককেই ফাঁসিয়েছে। এখন আবার আমার ভাইয়ের জীবন তছনছ করছে। ওর অভিযোগের কারণেই আমার ভাই ওসি পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম নারী উদ্যোক্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই নারী মুঠোফোনে পুলিশকে মারধরের অভিযোগ করায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর তিনি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য সাময়িক বরখাস্ত পুলিশ পরিদর্শক সেলিম রেজা চৌধুরীর গ্রামে থাকা স্বজনরাও ওই নারীকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলছেন, মেয়েটি অসুস্থার ভান করে নাটক করছে।

অনশনে আসা নারী উদ্যোক্তা দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার পুলিশ পরিদর্শক (ওসি সেলিম রেজার) সঙ্গে ২০২০ সালের শেষ দিকে কর্মরত থাকাকালে আমার সঙ্গে পরিচয় হয়। পরে মামলা সংক্রান্ত কাজে যাওয়া-আসা সূত্রে ওনার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। যা পরে প্রেমের সম্পর্কে গড়ায় এবং তার স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছেন জানিয়ে বিয়ের আশ্বাস দিয়ে জেলা শহরের নাখেরাজপাড়ায় ওনার ভাড়া করা বাসায় নিয়ে একাধিকবার দৈহিক সম্পর্কে জড়ান। এ ছাড়া পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ শাখায় ও ভোলাহাট থানায় কর্মরত থাকাকালে হোটেলে গিয়েও শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে আমি জানতে পারি, তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেননি। পরে গত ২২ ফেব্রুয়ারি আমি বিয়ের দাবিতে ভোলাহাট থানায় যাই। এ সময় তিনি ও তার সহকর্মীরা মিলে আমাকে বেধড়ক মারধর করেন। পাশাপাশি ৫৪ ধারায় পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠান। পরে সাত দিন কারাগারে থাকার পর ফিরে এসে জব্দ হওয়া মোবাইল থানা থেকে ফেরত নিয়ে আসি। আর থানা থেকে মোবাইল এনে দেখি, ওসি আমাদের কথোপকথনের অডিও ও ভিডিও সবকিছু মুছে দিয়েছে এবং আমাদের সম্পর্কের কথা অস্বীকার করছেন। তখন বাধ্য হয়ে বুধবার সকাল থেকে ওনার গ্রামের বাড়িতে অনশন শুরু করি। পরে রাতে ওসির ইন্ধনে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তার স্বজনরা আমাকে ব্যাপক মারধর করেন।

আর সেলিম রেজার স্ত্রী ইয়াসমিন পপি বলেন, মেয়েটা আমার স্বামীকে ফাঁসানোর জন্য এগুলো করছে। আর ফোনে একাধিকবার চেষ্টা করেও বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বুধবার রাতে মুঠোফোনে ওই নারীর পুলিশ কর্মকর্তার স্বজনদের মারধরের অভিযোগ করলে ওনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আর চিকিৎসা শেষে তিনি অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত

২৩ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

ফেনসিডিল কাণ্ডে এসআই কামাল প্রত্যাহার

১১

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

রাজধানীতে মধ্যরাতে ভয়াবহ আগুন

১৩

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১৪

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

১৫

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

১৬

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

১৭

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

১৮

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

১৯

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

২০
X